আর্জেন্টিনার ম্যাচ ১৫ই জুন ।

আর্জেন্টিনার ম্যাচ ১৫ই জুন ।

জুনের সফরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির নেতৃত্বে ২৭ সদস্যের দল ঘোষণা ।


এই সফরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
বেইজিংয়ে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচটি হবে ৬৮ হাজার আসনের ওয়ার্কার্স স্টেডিয়ামে।
ম্যাচটির জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ৮২ ডলার। আর সর্বোচ্চ দামের টিকিটের মূল্য ৬৭৮ ডলার। আয়োজকেরা জানিয়েছেন, টিকিট বিক্রি হবে ৫ ও ৮ জুন।

এশিয়া সফরে আর্জেন্টিনার দল গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (আয়াক্স), ওয়াল্টার বেনিতেস (পিএসভি)। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), হেরমান পেস্‌সইয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), মার্কোস আকুনা (সেভিয়া)। মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)। ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমিওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)।

আরও পড়ুন: জুলাইয়ে ঢাকা আসছেন এমিলিয়ানো মার্তিনেজ

দলে যারা থাকছেন না ফ্রাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ আগে থেকেই চোটে ভুগছেন। গোঁড়ালিতে অস্ত্রোপচার করতে হবে বলে ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজকেও ডাকেননি কোচ স্কালোনি। ইনজুরির কারণে এশিয়া সফরে আসছেন না এএস রোমার ফরোয়ার্ড পাউলো দিবালাও।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসির আর্জেন্টিনা।

আরও পড়ুন: চলছে তীব্র তাপপ্রবাহ রাতে বাড়তে পারে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version