আমাদের চারপাশে ময়লা আবর্জনা জমে থাকার কারণে প্রতিদিন জন্ম নিচ্ছে মশা মাছি। আর সেখান থেকেই ডেঙ্গুতে পরিণত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক অনেক মানুষ মারা যায়। কিন্তু এবার একটু বেশি দেখা দিচ্ছে। তাই আমাদের ডেঙ্গু হতে সাবধানে থাকতে হবে। আমরা আমাদের বাড়ির চারপাশে পরিস্কার পরিছন্ন রাখবো। তাহলে ডেঙ্গু আমাদের আক্রমণ করতে পারবে না। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ যা মানুষের মৃত্যুর কোলে ঠেলে দেয়। মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই।
Expert advice not to panic about dengue
আজ সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন।

আরো পড়ুন : ডেঙ্গু থেকে বাচার উপায়

ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৯৬৬৪ জন। আর ঢাকার বাইরে ৪১৭৯ জন।এর আগে চলতি মাসের (৯ জুলাই) এ বছরে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়। গত মঙ্গলবার ৪ জুলাই সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে যে ৮৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তার মধ্যে ৫৭৪ জন ঢাকার এবং বাকি ৩১৫ জন ঢাকার বাইরের।এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হলো।দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৫৩ জন রোগী ভর্তি আছেন।এদিকে এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১০৫১৪ জন। এর মধ্যে ঢাকায় ৭৫২৫ জন এবং ঢাকার বাইরে ২৯৮৯ জন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২০৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৭৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩৮৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৭ জনের।এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা নিজে সতর্ক থাকবো অন্যকে সতর্ক থাকার জন্য বলবো। আমরা চাইনা ডেঙ্গুতে আর কারো প্রাণ হারানো।

আরো পড়ুন : জ্বর-সর্দি নিরাময়ের প্রাকৃতিক বা ঘরোয়া উপায়

আমরা সবাই সতর্ক থাকবো সব সময় ,যেনো কোনো ভাবে আমরা ডেঙ্গুতে আক্রান্ত নাই। এই রকম সতর্ক মূলক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা সব সময় এইরকম সতর্ক মূলক পোস্ট করে থাকি। সবাই সবার পশে থাকবো ডেঙ্গু থেকে সতর্ক থাকবো। চারদিকে পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *