সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগীয় ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে । রোববার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য তৃতীয় ধাপের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ঢাকা-চট্টগ্রাম বিভাগে
তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওযেবসাইড এ তথ্য বলা হয়েছে । শুক্রবার (১৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। আরও বলেন আগামীকাল তিনটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে এ দুই বিভাগের কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে—তা জানা যায়নি।
ইতিমধ্যে ছয় বিভাগের প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দুইটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে। চলতি বছরে মাঝামাঝি এসব নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ২৭ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। গত ২০ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ দুই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন গ্রহণ শেষ হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, গত মে মাস থেকেই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে কর্মকর্তারা কয়েকদফায় আলোচনাও করেছেন।
আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩
দেশের ৬১টি জেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তবে তিনটি পার্বত্য জেলায় শিক্ষক নিয়োগের দায়িত্বে আছে পার্বত্য জেলা পরিষদ। জেলা পরিষদের তদারকিতে এ তিনটি পার্বত্য জেলা শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় লাগে। এ কারণে ফলাফল প্রকাশও পিছিয়ে যায়।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিয়োগ:২০২৩
অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না। ফলাফল প্রকাশের আগেই তাঁদের হয়তো অন্য কোথাও চাকরি হয়ে যায়। তাই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগীয় ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।