পর পর ৩ বার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান

Recep Tayyip Erdogan

টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার (২৮ মে) সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণার পর ইস্তাম্বুলের উস্কুদার জেলায় জনগণের উদ্দেশে বক্তব্য দেন এরদোয়ান।রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘দেশের জনগণকে ধন্যবাদ, যারা আবার আমাকে আগামী পাঁচ বছরের জন্য তুরস্ক শাসনের দায়িত্ব দিয়েছেন। ১৪ মে ও ২৮ মে‘র নির্বাচনে দেশের সাড়ে ৮ কোটি মানুষ বিজয়ী হয়েছেন।’

৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এই বার্তা জানিয়েছে। তাতে রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। কেমাল কিলিচদারওলু প্রধান বিরোধী জোটের প্রার্থী পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট । এতে এরদোয়ান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।

এরদোয়ান পুনর্নির্বাচিত হলে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান ও কাতারের আমির তামিম বিন হামাদ। প্রিয় ভাই আমার রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।’ এক টুইট বার্তায় কাতারের আমির এ কথা বলেন । প্রশ্নহীন বিজয়ে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান।

আরও পড়ুন: এবার তালেবান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু

‘জাতির পক্ষে রায় নিয়ে আমরা দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন শেষ করেছি,ভোটের ফল আসার পর নিজের শহর ইস্তাম্বুলে এক ভাষণে এরদোয়ানএই কথা বলেন।‘ঈশ্বরের ইচ্ছায়, আমরা আপনাদের আস্থা রক্ষা করব’ খোলা বাসের ওপর দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন।

গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সে সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে। ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট ছিল কেমাল কিলিচদারওলু এবং ৫ দশমিক ২০ শতাংশ ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়। তুরস্কে এবার ৪৯ লাখ নাগরিক প্রথমবার ভোটার হয়েছেন। এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ভোটার ছিল.ভোটের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছিল।

২০১৪ সাল থেকে  হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version