আপনি কি এইচএসসি পরীক্ষার নতুন রুটিন খুঁজছেন? শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ৮ই জুন বৃহস্পতিবার অধ্যাপক মো: আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তার দেওয়া সংবাদটি অনুযায়ী আগামী আগস্ট মাসের ১৭ তারিখে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে শুরু হবে এবারের এইসএসসি পরীক্ষা। প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবে তিন ঘন্টা। কোনো কারণে পরীক্ষা স্থগিত না থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলতে থাকবে। ২৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হলে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যবহারীর পরীক্ষা।

রুটিন প্রকাশ ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা

৮ই জুন বৃহস্পতিবার অধ্যাপক মো: আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী অগস্ট মাসের ১৭ তারিখে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোনো কারণে পরীক্ষা স্থগিত না থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলতে থাকবে। ২৬ তারিখ থেকে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে চলবে পরের মাসের ৪ তারিখ পযন্ত। প্রতিবারের নেয় এবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। তিন ঘন্টা পরীক্ষার মধ্যে প্রথমে বহুনির্বাচনি এবং পরে লিখিত সৃজনশীল /রচনামূলক অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাঝে কোনো প্রকার বিরতি থাকবে না। টানা তিন ঘন্টা পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা পরীক্ষার সকল নিয়মকানুন মেনে পরীক্ষা দিতে পারবে।

আরো পড়ুন : লিটার প্রতি ১০ টাকা করে কমল সয়াবিন তেলের দাম

২০২০ সালের মার্চ থেকে টানা প্রায় দেড় বছর করোনা সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ক্লাস বন্ধ ছিল। আর সে কারণে শিক্ষাখাতে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। স্বাভাবিক ভাবে এসএসসি পরীক্ষা শুরু হতো ফেব্রুয়ারির শুরুর দিকে। এইচএসসি পরীক্ষা হতো এপ্রিলের শুরুতে। গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছিল গত বছরের ২ মার্চ থেকে।

আরো পড়ুন : পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ

যদি বুঝে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্যই আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।

এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩ ( HSC Exam Routine 2023 ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে প্রকাশিত হয়েছে। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখ হতে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আগের মতই দিতে হবে ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেয়া হবে পরীক্ষা ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০ টি mcq এর উত্তর দিতে হবে। পরীক্ষা নেয়া হবে ০৩ ঘন্টা ।

শিক্ষাবোর্ড কর্তৃক বলা হয়েছে সকল শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। আমরা এই লেখাটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে থাকি। অন্যান্য বছরের মতো এবারও প্রতিটি বোর্ডের জন্য প্রশ্নপত্র ভিন্ন হবে। এইচএসসি পরীক্ষার রুটিন সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রেখে দিন।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা যেভাবে হবে

২০২৩ সালের এইচএসসি পরীক্ষা সকল বিষয়ের সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় ০৩ ঘন্টা থাকবে। এবারের এইচএসসি পরীক্ষা বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট থাকবে। MCQ এবং CQ পরীক্ষার মধ্যে কোনা বিরতি থাকবে না।

পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে

  • সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর।
  • এনালগ ঘড়ি হলে নিতে পারবে।
  • প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নেওয়া বাধ্যতামূলক।

এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২৩

রুটিন প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৩

বিষয় ও সময়
সকাল ১0: ০০ হতে বেলা ১: ০০ টা পর্যন্ত
বিষয় কোডতারিখ ও বার
বাংলা ১ম পত্র১০১১৭/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
বাংলা ২য় পত্র১০২২০/০৮/২০২৩ (রবিবার)
ইংরেজি ১ম পত্র১০৭২২/০৮/২০২৩ (মঙ্গলবার)
ইংরেজি ২য় পত্র১০৮২৪/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি১৭৫২৭/০৮/২০২৩ (রবিবার)
পদার্থবিজ্ঞান ১ম পত্র১৭৪২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
হিসাববিজ্ঞান ১ম পত্র২৫৩২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
যুক্তিবিদ্যা ১ম পত্র১১২২৯/০৮/২০২৩ (মঙ্গলবার)
পদার্থবিজ্ঞান ২য় পত্র১৭৫৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
হিসাববিজ্ঞান ২য় পত্র২৫৪৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
যুক্তিবিদ্যা ২য় পত্র১২২৩১/০৮/২০২৩ (বৃহস্পতিবার)
ভূগোল ১ম পত্র১২৫০৩/০৯/২০২৩ (রবিবার)
ভূগোল ২য় পত্র১২৬০৪/০৯/২০২৩ (সোমবার)
রসায়ন ১ম পত্র১৭৬০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র২৬৭০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইতিহাস ১ম পত্র৩০৪০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র২৮৬০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
রসায়ন ২ম পত্র১৭৭০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২ম পত্র২৬৮০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ইতিহাস ২ম পত্র৩০৫০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২ম পত্র২৮৭০৭/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
অর্থনীতি ১ম পত্র১০৯১০/০৯/২০২৩ (রবিবার)
অর্থনীতি ২য় পত্র১১০১১/০৯/২০২৩ (সোমবার)
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র২৬৯১২/০৯/২০২৩ (মঙ্গলবার)
জীববিজ্ঞান ১ম পত্র১৭৮০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র২৭৭০৫/০৯/২০২৩ (মঙ্গলবার)
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র২৭০১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
জীববিজ্ঞান দ্বিতীয় পত্র১৭৯১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র২৭৮১৪/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
মনোবিজ্ঞান প্রথম পত্র১২৩১৭/০৯/২০২৩ (রবিবার)
কৃষিশিক্ষা প্রথম পত্র২৩৯১৭/০৯/২০২৩ (রবিবার)
মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র১২৪১৮/০৯/২০২৩ (সোমবার)
কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র২৪০১৮/০৯/২০২৩ (সোমবার)
উচ্চতর গণিত প্রথম পত্র২৬৫১৯/০৯/২০২৩ (মঙ্গলবার)
ইসলাম শিক্ষা প্রথম পত্র২৪৯১৯/০৯/২০২৩ (মঙ্গলবার)
উচ্চতর গণিত দ্বিতীয় পত্র২৬৬২১/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র২৫০২১/০৯/২০২৩ (বৃহস্পতিবার)
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১য় পত্র২৯২২৪/০৯/২০২৩ (রবিবার)
শিশু বিকাশ ১ম পত্র২৯৮২৪/০৯/২০২৩ (রবিবার)
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র২৯৩২৫/০৯/২০২৩ (সোমবার)
শিশু বিকাশ ২য় পত্র২৯৯২৫/০৯/২০২৩ (সোমবার)

PDF ডাউনলোড এইচএসসি পরীক্ষার রুটিন

এইচএসসি পরীক্ষার নিয়মাবলি ২০২৩

১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট এবং MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনা বিরতি থাকবে না।

(ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  • সকাল ৯.৩০ মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
  • সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
  • সকাল ১০.৪০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

(খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে

  • দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
  • দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
  • দুপুর ০২.৪০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৪। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৫। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সগ্রহ করবে।

৬। প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ও এমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়ােজনে উত্তরপত্র ভঁজ করা যাবে না।

৭। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযােজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।

৯। কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রােগ্রামিং ক্যালুলেটর ব্যবহার করা যাবে না।

১১। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবে না।

আমরা আমাদের ওয়েবসাইটে সকল পরীক্ষার রুটিন সহ পরীক্ষার রেজাল্ট এবং সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি। এইচএসসি পরীক্ষার সময়সূচির পিডিএফ ফাইল সহ ইমেজ আকারে আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। আপনি চাইলে এই লেখাটি থেকে এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবেন। এইচএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন। শিক্ষার্থী বন্ধুরা এই পোস্টটির মাধ্যমে আপনারা যদি কোনো প্রকার উপকারিত হয়ে থাকেন তাহলে,কমেন্ট করে জানাবেন। শিক্ষার যাবতীয় খবরাখবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। বিশ্বের সকল প্রকার যাবতীয় সংবাদ আমরা প্রচার করে থাকি। ধন্যবাদ……

By রংপুর মিডিয়া

রংপুর মিডিয়া সব সময় পজেটিভ চিন্তা করে। আমাদের সকল সংবাদ ও প্রতিবেদনগুলো পজেটিভ। আমাদের উদ্দেশ্য পজেটিভ চিন্তার মাধ্যমে পজেটিভ এনার্জি জাগ্রত করা ও দেশের মানুষের কল্যাণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *