পুনরায় চালু হতে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র 

চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

 

কয়লা নিয়ে আসায় আবারো চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। ইন্দোনেশিয়ান জাহাজ এম ভি আথেনা ১০ দিনে কয়লা নিয়ে পৌঁছেচে পায়রা বন্দরে । বাংলাদেশের বড়ো কেন্দ্রটি প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী শনিবার (২৪ জুন) দিবাগত রাতে পুনরায় চালু হচ্ছে। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্ধ থাকায় মানুষ চরম বিভ্রান্তিতে পরে গেছে। কয়লা না থাকায় চলতি মাসের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি। ইন্দোনেশিয়ান কয়লা নিয়ে আসায় আবারো চালু হচ্ছে দেশের বড়ো বিদ্যুৎ কেন্দ্রটি। এটি চালু হলে দেশের মানুষ আবারো আগের মতো বিদ্যুৎ পাবে বলে ধারণা করা যাচ্ছে। বিদ্যুৎ এম একটি জিনিস যা না থাকলে দেশ চালানো খুবই দুস্কর হয়ে যায়।

কয়লা এসেছে, পুনরায় উৎপাদনে যাচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

গত বৃহস্পতিবার ২২ জুন রাত তিনটায় ইন্দোনেশিয়ান জাহাজ এম ভি আথেনা ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করে। জাহাজ থেকে কয়লা নামিয়ে কেন্দ্রে পৌঁছানো ও বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। তাই আমরা আগের মতো বিদ্যুৎ পাবো বলে ধারণা করা যাচ্ছে।

আরো পড়ুন : বর্ষা কালে যেসব যায়গায় ঘুরতে পারেন

আসছে আগামী ২৪ জুন বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে বলে জানা যায়। বকেয়া থাকার কারণে গত মাসে এই কেন্দ্র টি বন্ধ হয়ে যায় ,তাতে দেশের মানুষ চরম বিপদের সম্মুখহীন হয়ে পরে। তাই ইন্দোনেশিয়ান কয়লা নিয়ে আসায় আবারো চালু হতে যাচ্ছে এই কেন্দ্রটি। আর এটি পুরপুরি চালু হলে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে সেখান থেকে। আর তাতে দেশের অনেক বড়ো  উপকার হবে নিঃসন্দেহে।

আরো পড়ুন : তিস্তায় পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ৪৪ গেট

সে হিসেবে আগামী শনিবার (২৪ জুন) দিবাগত রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে প্রথমে চালানো হবে একটি ইউনিট। এটার পরবর্তীতে দ্বিতীয় ইউনিটও চালু হবে বলে জানিয়েছেন, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তখন সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে। পুরোপুরি ক্ষমতায় এটি চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে।

আরো পড়ুন : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিদ্যুৎকেন্দ্রটি থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ। যা দেশ ভালোভাবে চালাতে এটির ভূমিকা অনেক বেশি। এই কেন্দ্রটি বন্ধ হলে দেশ কিছু দিনের মাঝে অনেক ক্ষতির সম্মোকহীন হতে পারে। তাই কয়লা নিয়ে আসায় আবারো চালু হবে আগামী শনিবার ২৪ জুন।

আপনারা দেশ এর সকল প্রকার সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমরা সব সময় আপডেট সংবাদ গুলো প্রচার করে থাকি। তাই সবার আগে এই সব নিউজ পেতে আমাদের পোস্টে সিমেন্ট করুন। আর এই পোস্ট সম্পর্কেও কিছু জানার থাকলে আমাদের জানাবেন ,আমরা তা সমাধান করত চেষ্টা করবো।   ধন্যবাদ  ……….

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version