আল্লাহর কাছে আমাদের সুস্থতার জন্য প্রার্থনা করতে হবে। সুস্থ থাকা না থাকা পুরোটাই নির্ভর করে মহান আল্লাহতালার পক্ষ থেকে। সুস্থ থাকা মহান আল্লাহর একটি অনেক বড়ো নেয়ামত। আমরা কখন অসুস্থ হবো ইটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি এখন সুস্থ আছি এবং লিখতেছি আল্লাহ চাইলে আমাকে এখনেই অসুস্থ করে দিতে পারে। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লা।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা নেয়ামতের কদর করতে বলেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থ হয়েছিলেন। তিনিও অসুস্থতার অনেক কষ্ট সহ্য করেছেন। অসুস্থ করে মহান আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন। তাই অসুস্থতাকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি বা তাহার অসন্তুষ্টি এটা বলা যাবে না। আল্লাহ অসুস্থতার মাধ্যমে আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিতে পারেন।
আরো পড়ুন : মৃত্যু থেকে পালানোর পথ নেই
রোগ থেকে মুক্তির দোয়া
দুনিয়াতে বেঁচে থাকতে হলে মানুষের রোগ ব্যাধির সম্মুখীন হতে হবে। আমাদের নবী মুহাম্মদ (সা.)তিনিও অসুস্থতায় ভুগেছেন। সুস্থ আছি এটি আল্লাহর অনেক বড়ো নেয়ামত। আল্লাহ আমাদের বিভিন্ন রোগ দিয়ে থাকেন, আবার তিনি আমাদের সুস্থও করে দেন। বিশ্বনবী আমাদের উদ্দেশে একটি কথা বলে গেছেন, তিনি বলেন সময় থাকতে তোমরা ৫ টি জিনিসের মূল্য দিয়ো, যেমনঃ ১। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে ২। রোগ আক্রমণের পূর্বে সুস্থতাকে ৩। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে ৪। মৃত্যু আসার পূর্বে জীবনকে এবং ৫। দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। -আল মুসতাদরাক হাকিম : ৭৯১৬
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।
অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
আনাস বিন মালিক (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। যে দোয়াটি পরে তা হলো-
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।
অর্থ : হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে। (বুখারি, হাদিস : ৫৭৪২)
হাদিসে রাসুলুল্লাহ (স.) অসুস্থ ব্যক্তির জন্য একাধিক দোয়া পড়তে বলেছেন। তার মধ্যে একটি দোয়া হলো :
— أَسْأَلُ اللهَ العَظيمَ رَبَّ العَرْشِ العَظِيمِ أَنْ يَشْفِيَكَ
উচ্চারণ: ‘আসআলুল্লাহাল আজীম, রাব্বাল আরশিল আজীম, আঁই য়্যাশফিয়াক।
অর্থ: ‘সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট আমি তোমার আরোগ্য প্রার্থনা করছি।
আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদাত করার জন্য। দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের অনেক সমস্যা আসবে। এই সমস্যা গুলোকে আমাদের মোকাবিলা করার জন্য তিনি আমাদের বুদ্ধি দিয়েছেন। পবিত্র কোরআন আমাদের চলার সঠিক পথ দেখায়। আমরা যদি চলার পথে অসুস্থ হই তাহলে আমাদের মহান আল্লাহকে স্মরণ করতে হবে। তিনি বিপদের সময় ধৈর্য ধারণ করতে বলছেন। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে,বিপদ থেকে মুক্তি হলে আল্লাহকে ভুলে যায়। অসুস্থ হলে মানুষ ভালো চিকিৎসকের কাজে যায় এবং মহান আল্লার কথা স্মরণ করে। আল্লাহ রোগ দিয়ে তার বান্দাদের পরীক্ষা করে, আর জানিয়ে দেন তিনি সব কিছুর মালিক।
আল্লাহ চাইলেই সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিতে পারে এবং অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারে। আল্লাহ আমাদের রোগ দেন এবং তিনিই আমাদের সুস্থ করেন। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের রোগ মুক্তির জন্য বিভিন্ন আয়াত দিয়েছেন। ওই সব আয়াত তিলাওয়াত করার মাধ্যমে আমরা অনেক প্রকার রোগ থেকে মুক্তি পেতে পারি। হাদিসে আছে, হজরত রাসুলুল্লাহ (সা.) সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-কে দেখতে গিয়ে তিনবার দোয়া করেন, ‘হে আল্লাহ, আপনি সাদকে সুস্থ করে দিন।’ -সহিহ বোখারি : ৫৬৫৯
আরো পড়ুন : সহীহ পদ্ধতিতে মুসাফাহার দোয়া
সহিহ বোখারির এক হাদিসে এসেছে, ‘দু’টি নেয়ামতের বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে- ১. সুস্থতা ও ২. অবসর। সুস্থ থাকতে মানুষকে নেক আমল করার কথা বলেছেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.) বিশ্বের যত ইসলামের স্কলাররা আছেন তারা সবাই ইসলামী পন্থায় জীবন যাপন ও আল্লাহর দরবারে মুনাজাত করার কথা বলেছেন। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। তিনি এক তার কোনো বিকল্প নেই। তাই আল্লাহর উপরে ভরসা রাখতে আমাদের। অসুস্থ হলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ করে দেন। সব সময় যেন সুস্থ থাকতে পারি এবং আল্লাহর পথে চলতে পারে সব সময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি।