বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সাধারণ বীমা কর্পোরেশন

সাধারণ বিমা কর্পোরেশন SBC নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর্তিপক্ষ কর্তিক তাদের অফিসিয়ালি ওয়েবসাইট প্রকাশ করেছে। আপনারা যারা সাধারণ বিমা কর্পোরেশন চাকরি করতে আগ্রহী তারা আবেদন করে নিন। সাধারণ বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ২২ জুন ২০২৩ তারিখে। আপনি যদি সাধারণ বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে এই পোস্টি ভালোভাবে পড়ুন।

সাধারণ বিমা কর্পোরেশন SBC নিয়োগ

এই বিমায় আবেদনের মাধ্যমে হয়তো একটি চাকরি পেয়েও যেতে পারেন। আপনার যদি সাধারণ বিমা কর্পোরেশন চাকরি করার আগ্রহ থাকে তাহলে আর দেরি না করে ফাস্টটাইমে আবেদন করে নিন। এই নিয়োগে আবেদন করতে হলে আপনার কিছু যোগ্যতার প্রয়োজন হবে। আপনার কি কি যোগ্যতা লাগবে তা নিয়ে আমরা এই পোস্টে আলোচনা করবো। বাংলাদেশের অন্যান্য সরকারি চাকরির মতো এই চাকরিতেও সব যোগ্যতা লাগে।

আপনার যোগ্যতা ও আগ্রহ থাকলেই পদ গুলোতে আপনি আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত তথ্য জানতে নিম্নের চিত্রটি ভালোভাবে দেখে নিন ৷ এই  বিজ্ঞপ্তির আবেদন শুরু  আবেদনের শেষ এবং কিভাবে আবেদন করবেন, আবেদন কোথায় পাঠাবেন, সবকিছু বিস্তারিত দেয়া আছে এই পোস্টে ।

এক নজর দেখে নিন

  • প্রতিষ্ঠানের নাম কি?                       সাধারণ বীমা কর্পোরেশন (SBC)
  • চাকরির ধরন কি?                           সরকারি চাকরি
  • পদ সংখ্যা                                      ০৫ টি
  • লোক সংখ্যা                                    ১৭৭ টি
  • প্রকাশের তারিখ                              ২২ জুন ২০২৩
  • প্রকাশের সূত্র কি?                           অনলাইন
  • চাকরির বয়সসীমা কত?                  ১৮-৩০ বৎসর (নোটিশ দেখুন)
  • শিক্ষাগত যোগ্যতা কতটুকু?            চিত্রে দেখুন
  • প্রতিমাসে আয় কত?                     পদ অনুযায়ী বিবেচনা হবে
  • কিভাবে আবেদন করব?                নিম্নে দেওয়া আছে
  • অফিসিয়াল ওয়েবসাইটে               sbc.gov.bd

আরো পড়ুন : বিএসটিআই নিয়োগ বিজ্ঞপ্তি

১।পদ : সহকারী ম্যানেজার

পদ সংখ্যা : ৭৮টি

বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা

গ্রেড : ০৯তম

২।পদ : সহকারী প্রকোশলী

পদ সংখ্যা : ৪টি

বেতন  : ২২২০০-৫৩০৬০টাকা

গ্রেড : ০৯তম

৩।পদ : সহকারী ম্যানেজার

পদ সংখ্যা : ৬৭টি

বেতন : ১৬০০০-৩৮৬৪০টাকা

গ্রেড : ১০ তম

৪।পদ : সহকারী ম্যানেজার

পদ সংখ্যা : ৬টি

বেতন : ১৬০০০-৩৮৬৪০টাকা

গ্রেড : ১০তম

৫।পদ : সহকারী ম্যানেজার

পদ সংখ্যা : ২৩টি

বেতন  : ১০২০০-২৪৬৮০টাকা

গ্রেড : ১৪তম

আরো পড়ুন : প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ


আমাদের পোস্টি ভালোলেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা সব সময় আপডেট সংবাদ তুলে ধরার চেষ্টা করে থাকি। চাকরির খবর সহ দেশ বিদেশের বিভিন্ন প্রকার সংবাদ তুলে ধরার চেষ্টা করে থাকি। আপনারা আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দিবেন। আমরা যেন সব সময় সবার আগে সংবাদ গুলো

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version