পর্যটক বাড়াতে কৃত্রিম চাঁদ তৈরি করছে দুবাই ।

Dubai

দুবাই এখন বিশ্বে (The World) অন্যতম সেরা গন্তব্য (Destination)। বিশ্বের সর্বোচ্চ বাড়ি থেকে শুরু করে কী নেই সেখানে। বৈভবের অন্যতম নাম এখন দুবাই। সমুদ্রের তলায় স্টেডিয়াম কিংবা আস্ত দ্বীপ শহর তৈরির উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে। সেখানে এবার পর্যটক (Tourist) টানতে কৃত্রিম চাঁদ (Articicial Moon) তৈরি হচ্ছে। প্রায়ই নিত্য নতুন চমকের হাজির করছে দুবাই। এবার আস্ত চাঁদ দর্শকদের জন্য উপহার নিয়ে আসতে চলেছে তারা।  ওই চাঁদ সহ রিসর্টের ৭৩৫ ফুট উচ্চতা হতে চলেছে। ৩০ মিটার উপরে তা তৈরি করা হবে।  জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য খরচ হবে ৪২ হাজার ৮১০ কোটি টাকা। এটি তৈরি হতে চার বছর সময় ধার্য করা হয়েছে।

 

দুবাই শহরের একটি রেসোর্ট কোম্পানি বিশাল উচ্চতার ভবনের উপর চাঁদের মতো ওই স্থাপনা করতে চলেছে। একটি সংবাদসংস্থা সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মুন (Moon)।

দুবাইয়ের ওই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কানাডার উদ্যোক্তা মাইকেল হেন্ডারসন। তিনি প্রকল্পটির সহপ্রতিষ্ঠাতা। তাঁর এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মুন’। পর্যটনের বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বেড়াতে আসা পর্যটকেরা কৃত্রিম উপগ্রহে যাওয়ার অনুভূতি পাবেন।

প্রকল্পের উদ্যোক্তারা আশা করছেন, বছরে এই কৃত্রিম চাঁদ দেখতে ২৫ লাখ পর্যটক আসবেন। এখান থেকে প্রতিবছর ১৬ হাজার কোটি টাকার বেশি আয় হবে তাঁদের। প্রকল্পটি বাস্তবায়নে বিনিয়োগ করছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট।

আরও পড়ুন:  কোভিড-১৯ ভিয়েতনামের সাফল্য, একজনকেও মরতে দেয়নি তারা

এই কৃত্রিম চাঁদের ভেতর একটি রিসোর্ট থাকবে। সেখানকার হোটেলে থাকবে চার হাজারের মতো কক্ষ। এখানে ১০ হাজার মানুষের ধারণক্ষমতা থাকবে। এর বাইরে নৈশক্লাব ও চিকিৎসাকেন্দ্র থাকবে। কৃত্রিম চাঁদের ভেতর ‘লুনার কলোনি’ নামে একটি বিশেষ এলাকা থাকবে, সেখানে চাঁদে হাঁটার অনুভূতি পাওয়া যাবে। রাতে এই কৃত্রিম চাঁদ আসল চাঁদের মতো উজ্জ্বলতা ছড়াবে। কখনো কখনো পূর্ণ চন্দ্র বা অর্ধচন্দ্রের মতো অভিজ্ঞতাও পাওয়া যাবে।

এই প্রকল্পের আরেক সহপ্রতিষ্ঠাতা সান্দ্রা জি ম্যাথিউস বলেন, পর্যটনসহ সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে নানা দিক থেকে এটি প্রভাব ফেলবে।

যেখানে বিপুল পরিমাণ টাকা আয় হবে বলে তাঁরা আশা করছেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র হতে যাচ্ছে এটি।  মনে করা হচ্ছে এর ফলে পর্যটক টানতে আরও বেশি আকর্ষণীয় হবে দুবাই।

এতে দুবাইয়ে পর্যটকসংখ্যা দ্বিগুণ হবে ও বৈশ্বিক আবেদন বাড়বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version