Rangpur Media

করোনাভাইরাস থেকে বাচার চেষ্টা ও সতর্কতা

করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস। ডিসেম্বর ২০১৯ সালে আবিষ্কৃত করোনা ভিরিডি পরিবারের একটা ভাইরাস। যা (Ncov) দ্বারা সৃষ্টি ও সংক্রমিত শাসতন্দ্রের রোগ যা আক্রান্ত হবার ২ থেকে ১৪ দিনে যখন প্রকাশ পায়। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালী সংক্রমণ ঘটায়।

করোনা কিভাবে ছড়ায়:

মূলত বাতাসের মাধ্যমে করোনা ভাইরাসটি ছড়িয়ে থাকে। এছাড়াও –
১। আক্রান্ত ব্যাক্তির হাঁচি , কাশি , নিস্বাশ , কফ সর্দি ও থুথুর মাধ্যমে ছড়ায়।
২। আক্রান্ত ব্যাক্তি কাউকে স্পর্শ করলে ছড়ায়।
৩। আক্রান্ত বেক্তির সংস্পর্শে আসলে ছড়াতে পারে।
৪। আক্রান্ত বেক্তির ব্যাবহারিত জিনিসপত্র স্পর্শ করলে বা ব্যবহার করলে ছড়াতে পারে।
৫। হাত না ধুয়ে মূখে , নাকে বা চোখে হাত লাগালে ছড়াতে পারে।
৬। পায়নিস্কাসনের মাধ্যমে ছড়াতে পারে।

Corona-virus Disease ( COVID-19)

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ :

আপনার বা আপনার সন্তানের যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকে তবে অবশ্যই চিকিৎসা সেবা নিতে হবে। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে ৫-৭ দিন সময় লাগে। চলুন জেনে নিই এর লক্ষণগুলো কী কী-

কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকেনা।

করোনা প্রতিরোধে করণীয় :

করণের এখন পযন্ত কোনো মেডিসিন বা ভ্যাকসিন হয়নি। তাই এ প্রতিরোধ একমাত্র বাঁচার উপায়। নিম্নে প্রতিরোধে করণীয়গুলো তুলে ধরা হলো।

করোনা ভাইরাসে সতর্কতাঃ

করোনা ভাইরাসে ভয় না করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com.

আমাদের পোস্টি উপকারী বলে আপনি মনে করেন, তাহলে আপনার বন্ধুদের পোস্টি শেয়ার করে সহযোগিতা করুন। করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো প্রশ্ন বা আপনার মতামত নিম্নে কমেন্ট বক্স এ কমেন্ট করুন।

Exit mobile version