ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই।আর এটি হচ্ছে উত্তম পরিকল্পনা। জ্ঞান , বুদ্ধি , বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না ।সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবেনা, তোমাকে সাফল্য অর্জন করতে হবে।
ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল’ তবে জীবনে প্রতিষ্ঠিত ও বড় হতে চাইলে বড় বড় পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। ক্ষুদ্র-পরিকল্পনাকারীরা কখনও সফল হয় না। আজ যদি কাজ ভালো করেন তাহলে কিন্তু দারুণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। কাজের সঙ্গে সঙ্গে পরিবার ও নিজের উন্নতির জন্য ঘড়িতে সময় রাখার দিকেও খেয়াল রাখতে হবে।
আর এজন্য আপনাদের যা করতে হবে তা হল-
কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবনে ভারসাম্য:
প্রতিটি মানুষকে কর্মজীবনে ভারসাম্য রক্ষা করার জন্য গুরুত্ব বুঝে কাজ করতে হবে। সবারেই কাজের ভারসাম্য রক্ষা করার ধরন আলাদা আলাদা হয়ে থাকে।প্রতিটি ব্যক্তির আত্মসংযমের মাধ্যমে কাজের ভারসাম্য রক্ষা করা যায়। কোনো মানুষের ব্যক্তিগত সময় কাটানোর ক্ষেত্রে,যদি কাজের চাপ থাকে মাথা ঠান্ডা রেখে কাজের গুরুত্ব যাচাই করে তারপর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
সুস্থ থাকতে:
সুস্থ বা ফিট থাকা এক ধরনের মানসিক অবস্থা। যখন ‘ফিট’ থাকেন তখন মন মানসিকতা ভালো থাকে এবং যে কোনো কাজে কর্ম বেশ উৎসাহের সাথে করা যায়। অন্যদিকে শরীর স্বাস্থ ভালো না থাকলে সব কিছু ঠিক ঠাক থাকলেও অস্বস্তি লাগে। এজন্য সুস্থ থাকার ব্যপারে নিজের চেষ্টা করে চলতে হবে।
বেশি কর্মশক্তিতে আনন্দ:
শরীরচর্চায় দম বাড়ে। সাধারণ ব্যায়ামে বিরক্ত লাগলে, ইন্টারনেট থেকে ছন্দময় ব্যায়ামের কৌশল অনুসরণে শরীরচর্চা করুন। এতে সময় আনন্দে কাটার পাশাপাশি নও ভালো থাকবে।ঝুঁকি গ্রহণ অথবা ক্ষুদ্র পরিকল্পনা: উদ্যোক্তাদের তুলনায় ক্ষুদ্র-পরিকল্পনাকারীরা কখনও সফল হতে পারে না। কারণ ক্ষুদ্র-পরিকল্পনাকারীদের নতুন ও অজানা বাধা অতিক্রম করার সুযোগ কম থাকে। অন্যদিকে, উদ্যোক্তারা তাদের মেধা ও সাহসিকতা দিয়ে অনেক দূর এগিয়ে যায়।
আরো পড়ুন : জীবনে সাফল্য লাভের ১০টি শীর্ষ উপায়
দুর্যোগ ব্যবস্থাপনা:
ধৈর্য সবার মাঝে থাকে না। ধৈর্য ও অধ্যাবসায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার মূল চাবিকাঠি।যার মাঝে যত বেশি ধৈর্য সে ততোবেশি সফল। প্রতিবার যে কোনো ঝামেলা নিয়ন্ত্রণ করতে গিয়ে উত্তেজিত না হয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পরে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নিতে হবে।
পড়তে হবে অনেক:
মানুষের শেখার কোনো শেষ নেই। মানুষ হিসেবে আমরা সবাই সবকিছু জানি না। জানার জন্য বই পড়তে হবে। ফিকশন, নন-ফিকশন সব ধরনের বই পড়তে হবে।যে যত বেশি পরবে সে ততো শিখতে পারবে। তাই শিখার কোনো বয়স নাই।
ভয় বনাম জড়তা:
আপনি সবার সামনে কথা বলতে ভয় পান বা বুকের মাঝে জড়তা কাজ করে। আবার যা বলতে চান তা ঠিকমতো বলতে পারেন না। সফল ব্যক্তি হতে নিজের ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি যে বিষয়ে ভয় পান, সে বিষয়টিকে ভয় হিসেবে মনে করলে আজীবনই তা আপনার জন্য অজানা থেকেই যাবে।যত তাড়াতাড়ি আপনি আপনার ভিতরের ভয় দূর করতে পারবেন ততো তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন।নিজের মাঝে থাকা ভয় কাটিয়ে জড়তা এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।তাহলে আপনি সফল হতে পারবেন।
জীবনে সফল হওয়ার জন্য এই পোস্টি অনেক সাহায্য করবে। ধন্যবাদ রংপুর মিডিয়াকে। এত সুন্দর পোস্ট করার জন্য।