সাত ব্যাংকের ১৭২০ পদের প্রিলি পরীক্ষার সময় সূচি প্রকাশ

সাত ব্যাংকের ১৭২০ পদের প্রিলি পরীক্ষার সময় সূচি প্রকাশ

সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অফিসার (ক্যাশ) পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৮৯২। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃনিয়োগ বিজ্ঞপ্তি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা 2023

প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোনো চেষ্টা করলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনো কিছু লেখা যাবে না।

সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভের পর কোনো প্রার্থী কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
মাস্ক পরিধান ব্যতিরেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ ৩০৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ আবেদন শেষ ২ দিন পরে

পরিক্ষার বিস্তারিত পাবেনে এখানে: লিংক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version