কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে । একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে আরও ২০ থেকে ৪০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে।
কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে
বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচের দাম হাঁকাচ্ছেন ১৩০ থেকে ১৪০ টাকা। আর প্রতি কেজি বিক্রি করছেন ৫২০ থেকে ৫৫০ টাকায়। অনেক স্থানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও মানভেদে একটু কম দামে বিক্রি হচ্ছে।
অনেক ব্যাবসায়ী বলতেছে দাম বাড়ায় আজ কাঁচা মরিচ না নিয়েই চলে এসেছি। বিক্রির জন্য চিচিঙ্গা, পটল ও কাঁকরোল নিয়ে এসেছি। দাম না কমলে মরিচ বিক্রি করব না। অথচ একদিন আগেও বাজারগুলোতে ব্যবসায়ীরা এক পোয়া কাঁচা মরিচের দাম হাঁকিয়েছেন ১২০ টাকা। এক কেজি নিলে ৪৮০ থেকে ৪৯০ টাকা দরে বিক্রি করেছেন তারা। ঠিক দু’দিন আগে সোমবার (৩ জুলাই) ও মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৬০ টাকায়।
একদিনের ব্যবধানে কেন মরিচের দাম আবারও বেড়ে গেল? এই তথ্য জানতে এসব পাইকারি ব্যবসায়ীরা যে আড়ৎ থেকে কাঁচা মরিচ কিনেছে তাদের সন্ধানে নামে ভোক্তা অধিদপ্তর।
পাইকারি বাজার থেকে এসব কাঁচা মরিচ রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে চলে যাচ্ছে। সেখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ বা তারও বেশি। বুধবার তৃতীয় দিনের মতো ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত দুই দিনও কাওরান বাজারে অভিযান চালিয়েছিল ভোক্তা অধিদপ্তর। সে সময় ব্যবসায়ীদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনা মেনে কাওরান বাজারের একজন পাইকারি মরিচ ব্যবসায়ী ছোট কাগজে মরিচের ক্রয় এবং বিক্রয় মূল্য লিখে টানিয়ে রেখেছেন। সেখানে দেখা যায়, ক্রয় মূল্য লেখা রয়েছে ৩৭০ টাকা এবং বিক্রয় মূ্ল্য লেখা রয়েছে ৩৮০ টাকা। এছাড়া এসব পাইকারি ব্যবসায়ীরা ক্রয় ভাউচারও সংগ্রহে রেখেছেন।
আরও পড়ুনঃ পাইকারী বাজারে কমছে পেয়াজের দাম
সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। রাজধানীর কোথাও কোথাও শুরুতে ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে থাকে রান্নার জন্য গুরুত্বপূর্ণ এ উপকরণটি। তবে কোনো এলাকায় এক হাজার টাকা কেজি থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবরও পাওয়া যায়। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। কৃষি মন্ত্রণালয় জানায়, বাজারকে স্থিতিশীল করতে ভারত থেকে মোট ১ লাখ টনের বেশি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।