ব্যবহারের শর্তাবলী

আমরা বিভিন্ন ভাবে ভিজিটরদের সাহায্যের জন্য সাহায্যকারী কিছু পোস্ট করা হয়ে থাকে। আমাদের ওয়েব সাইটি ব্যবহারের কিছু শর্তাবলী রয়েছে। যে সকল বিষয়ে RangpurMedia.Com কখনো দায়বদ্ধতা নিবে না তা তুলে ধরা হলো।

ওয়েব সাইটে উল্লেখিত ইনফর্মেশন,সফটওয়্যার, প্রোডাক্ট এবং সার্ভিস সংক্রান্ত তথ্যে কিছু টাইপোগ্রাফি সমস্যা ও অন্যান্য ভুল থাকতে পারে । সাইটটি ও এর মধ্যকার বিভিন্ন তথ্যে নিয়মিত পরিবর্তন করা হয় । ওয়েব সাইটের মালিক যেকোনো সময় সাইটের উন্নতি অথবা পরিবর্তন করতে পারে ।

ওয়েব সাইটে উল্লেখিত ও যেকোনো ভাবে ব্যবহৃত ইনফর্মেশন, সফটওয়্যার, প্রোডাক্ট, সার্ভিস, সম্পৃক্ত গ্রাফিক্স এবং সাইটের উপযুক্ততা, নির্ভরযোগ্যতা, প্রাপ্যতা, সময়ানুবর্তিতা, ভাইরাস ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদানের জন্য সাইটের মালিক দায়বদ্ধ থাকবে না ।

ওয়েব সাইটটিতে তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত অন্য ওয়েব সাইটেরও লিঙ্ক থাকতে পারে । আপনার জানা প্রয়োজন, যখন আপনি কোনো লিঙ্ক-এ ক্লিক করবেন তখন একটি আলাদা ফ্রেমে লিঙ্ক-এর ওয়েব সাইটটির লোগো, বিজ্ঞাপন এবং/অথবা অন্যান্য বিষয় দেখা যেতে পারে । আপনার জানা প্রয়োজন, এই সব লিঙ্ক-এর সাইটে অথবা সেই সাইটে দেয়া অন্য লিঙ্ক-এর কোনো বিষয়াদির পরিবর্তন বা উন্নয়ন ও অপ্রাপ্যতার জন্য ওয়েব সাইটের মালিক দায়বদ্ধ নন । আপনার আরো জানা প্রয়োজন, এইসব লিঙ্ক কেবল মাত্র আপনার সুবিধার জন্য ওয়েব সাইট কর্তৃক প্রদান করা হয়েছে ।

নিষেধাজ্ঞা:

(ক) যেকোনো রকম কাজ যা ওয়েব সাইটের অথবা এর কর্মক্ষমতায় ও সুলভ্যতায় ক্ষতি করে বা করতে পারে ;

(খ) যেকোনো রকম কাজ যা বেআইনী , অবৈধ, জালিয়াতি বা ক্ষতিকারক অথবা কোনোভাবে বেআইনী , অবৈধ, জালিয়াতি বা ক্ষতিকারক কাজ বা উদ্দেশ্যের সাথে জড়িত;

(গ) স্পাইওয়ার, কম্পিউটার ভাইরাস, ট্রোজান হর্স, ওয়ার্ম, কিস্ট্রোক লগার, রুটকিট অথবা অন্যকোন অবৈধ কম্পিউটার সফটওয়্যার – এর কোনো উপাদান (বা এর সাথে জড়িত কোনো লিঙ্ক) কপি, সংরক্ষণ, হোস্ট, প্রেরণ, পাঠানো, ব্যবহার , প্রকাশ বা বিতরণের কাজে ওয়েবসাইটটি ব্যবহার;
(ঘ) ওয়েব সাইটে যেকোনো রকম সিস্টেম্যাটিক বা স্বয়ংক্রিয় ডাটা সংগ্রহ পদ্ধতি (যেমন: লিমিটেশন স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা এক্সট্র্যাকশন এবং ডাটা হার্ভেস্টিং) পরিচালনা করা; অথবা
(ঙ) ওয়েব সাইট থেকে সংগৃহীত ডাটা যেকোনো রকম ডিরেক্ট মার্কেটিং-এ ব্যবহার (যেমন: ইমেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, টেলি মার্কেটিং ইত্যাদি)

আপনি সুনির্দিষ্টভাবে সম্মত হচ্ছেন যে, আপনার যেকোনো পোস্ট বা ডাটায় অননুমোদিত হস্তক্ষেপ অথবা পরিবর্তনের জন্য, ওয়েবসাইটের মাধ্যমে সংঘটিত যেকোনো লেনদেন, কোন উপাদান বা ডাটা পাঠানো ও পাওয়ার সফলতা বা ব্যর্থতার জন্য ওয়েবসাইটের-এর মালিক দায়বদ্ধ থাকবে না । আপনি সুনির্দিষ্টভাবে সম্মত হচ্ছেন যে, কোনো পক্ষের কোনো রকম হুমকি, মানহানিকর, অশোভন , অশালীন বা অবৈধ আচরণের জন্য অথবা অধিকার লঙ্ঘন করে এমন কোনো কাজের জন্য ওয়েবসাইটের মালিক দায়বদ্ধ থাকবে না । শুধুমাত্র মেধা সম্পত্তির অধিকার এই নিয়মের আওতা বহির্ভূত । আপনি সুনির্দিষ্টভাবে সম্মত হচ্ছেন যে, তৃতীয় পক্ষ দ্বারা ওয়েবসাইটে পাঠানো এবং/ অথবা ব্যবহৃত কোন উপাদানের জন্য ওয়েবসাইটের মালিক দায়বদ্ধ নয়।

কোনো কারণে, সরাসরি, পরোক্ষ, শাস্তিমূলক, আনুষঙ্গিক, বিশেষ ক্ষতি অথবা অন্য যেকোনো রকমের ক্ষতি যেমন: ব্যবহারের জন্য সীমাহীন ক্ষতি অথবা ডাটা হতে উদ্ভূত অথবা ব্যবহারের সাথে সংযুক্ত কোন উপায়ে ক্ষতি হলে অথবা ওয়েবসাইটের কার্যক্ষমতার কারণে দেরি হলে অথবা ওয়েবসাইট ব্যবহার করতে না পারার কারণে ক্ষতি হলে অথবা সংশ্লিষ্ট সেবা বা নিয়মের কারণে সমস্যা হলে অথবা সেবা প্রদান করতে ব্যর্থ হলে অথবা সাইটে ব্যবহৃত যেকোনো তথ্য, সফটওয়্যার, পণ্য, সেবা এবং সংশ্লিষ্ট গ্রাফিক্স-এর সমস্যা হলে অথবা ওয়েবসাইট ব্যবহারের সময় কোনোভাবে উদ্ভূত সমস্যা যেমন: চুক্তির ক্ষেত্রে বা কোনো পক্ষের অবহেলায় কোন ক্ষতি হলে, এমনকি ওয়েবসাইটের মালিককে আগে থেকেই ক্ষতির সম্ভাবনা জানানো হলেও, ওয়েবসাইটের মালিক এই ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না। ওয়েবসাইটের মালিক ওয়েবসাইটে থাকা কোনো বিজ্ঞাপনদাতা অথবা বিজ্ঞাপনদাতার কোনো কনটেন্ট ওয়েব পেইজে প্রচার করে না । তাই অনুগ্রহ করে যেকোনো বিনিময় বা চুক্তিতে যাওয়ার পূর্বে নিজ দায়িত্বে সকল তথ্য যাচাই করে নিন । বিজ্ঞাপনের কোনো কনটেন্টের কারণে আপনার কোনরূপ ক্ষয়ক্ষতির জন্য ওয়েবসাইটের মালিক দায়বদ্ধ নয় ।

ওয়েবসাইটের মালিক সময়ের সাথে সকল শর্তসমূহ পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে । পরিবর্তিত শর্তসমূহ হালনাগাদ করার দিন থেকে নতুন শর্তসমূহ ওয়েবসাইটের জন্য প্রযোজ্য হবে এবং পরিবর্তিত শর্তসমূহ হালনাগাদের পরে আপনি ওয়েবসাইটটি ব্যবহার করলে ধরে নেয়া হবে এই নতুন শর্তসমূহ সম্পর্কে আপনি অবগত আছেন এবং এর সাথে সম্মতি জ্ঞাপন করছেন ।