টি এম এস এস নিয়োগ -2023 

Private Sector Engagement & Job Placement Coordinator (মহিলা)

Project Oporajita, TMSS

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা কর্তৃক Project Oporajita বাস্তবায়নের জন উল্লিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হচ্ছে।

 

প্রতিষ্ঠানের নাম
টি এম এস এস
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
প্রকাশ সূত্রঅনলাইন
পদ সংখ্যা০৩ টি
কর্মস্থলঢাকা
আবেদন করার মাধ্যমনিচে দেখুন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/সমমান।
আবেদন করার শুরুর তারিখ
শুরু হয়েছে
আবেদন করার শেষ তারিখ ৩০/০৫/২০২৩ ইং
অফিশিয়াল ওয়েবসাইটhttps://tmss-bd.org/

অভিজ্ঞতা:

Corporate 3 Private Sector বিশেষ করে RMG, National & Multinational Corporate House. Networking body (BGMEA, BCSIC, Employers Federation, Chamber of Commerce and Industry etc) এর কাজ করণের বিশেষ করে Job Placement-এ কাজ করার ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্বসমূহ:

Corporate ও Private Sector-এ যোগাযোগ করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চাহিদা অনুসারে Presentation Paper প্রস্তুত করা।

প্রকল্প উপকারভোগীদের পূর্ণ Career Service প্রদান করা ও job Placement করা ।

অতিরিক্ত যোগ্যতা:

Negotiation, Motivation, Advocacy Partnership Building বিষয়ে কাজ করার অভিজ্ঞতা।
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে, বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট জানা থাকতে হবে।
ইংরেজি এবং বাংলা ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা (লিখিত ও মৌখিক) থাকতে হবে।

বয়স:

সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন/ভাতা :

৪0,000/- টাকা।

আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন

১। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
২। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি নিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
৫। শুধুমাত্র প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ নেওয়া হবে।
৬। নিয়োগ পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। এ কর্তৃপক্ষ কোন কারণ বাবা ছাড়া আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: ৩০/০৫/২০২৩ ইং
Tmss02.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *