ওয়ানডেতে গত ৯বছর ঘরের মাটিতে বাংলাদেশকে সিরিজ হারাতে পারেনি ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিরা। আগের একটি দোল ছিল ইংল্যান্ডের হোয়াইটওয়াশ করেছে সেখানে আফগানিস্তান সিরিজ জিতেও ত্প্তি পায় না । ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট মুচকি হেঁসে বললেন তারা হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাতে চায় বাংলাদেশকে।
আফগানিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায়
ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ সেটা অকপটে স্বীকার করে নেয় বিশ্বের যেকোনো পরাশক্তি দল। ঘরের মাটিতে তো আরও অপ্রতিদ্বন্দ্বী। যেটার প্রমাণ মেলে পরিসংখ্যানেই। গত নয় বছরে বাংলাদেশ ঘরের মাটিতে সিরিজ হেরেছে কেবল ইংল্যান্ডের বিপক্ষে।
২০১৬ সালের পর ২০২৩ সাল, ইংলিশদের এ সংস্করণে হারানোর সুখস্মৃতি তৈরি করতে পারেনি বাংলাদেশ। গত মার্চে বাটলারদের বিপক্ষে লড়াইয়ের নামার আগে তো ৮ বছর ধরে ঘরের মাটিতে কোনো সিরিজই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এসময় টাইগারদের কাছে ধরাশায়ী হয়েছে ভারত, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিরা।
সেখানে বাংলাদেশকে পরপর দুই ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। কিন্তু তাতেও তৃপ্ত থাকতে চায় না তারা। হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাতে চায় লিটনদের।
আফগানিস্তানের হেড কোচ জনাথন ট্রট বলে এটাও গুরুত্বপূর্ণ যে, পরের ম্যাচে আমরা যেন মনোযোগ দেই। আমরা এমনিতে খুব বেশি ভেঙে পড়ি না, খুব বেশি উত্তেজিতও হবোনা । এশিয়া কাপ ও বিশ্বকাপের দিকে তাকিয়ে উন্নতি করতে চাইলে এখানেই আমরা তৃপ্ত হতে পারি না। এরকম প্রতিযোগিতায়ও টুর্নামেন্টে জিততে হয় এবং সেই জয়ের ধারা ধরে রাখতে হয়। একটা সিরিজ জিতেই রিল্যাক্স করা যায় না। ধরে রাখতে হয়। আমাদের সামনে তাই চ্যালেঞ্জ হলো আজকের মতো পারফরম্যান্স ধরে রাখা। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং হোয়াইটওয়াশ করতে পারব।
বাংলাদেশের মাটিতে শেষবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিল ২০১৪ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবকটিতে হেরেছিল টাইগাররা।আর ইংল্যান্ডে আফগানিস্তান সিরিজ বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবকটিতে হেরেছিল টাইগাররা।
আরও পড়ুন : ২০২৪ সালের বিপিএল শুরু হবে জাতীয় নির্বাচনের পরে
তবে বাংলাদেশ ভালো দল। আমার মনে হয়, তারা এখানে সিরিজ হারেনি কত বছর ধরে? ৮ বছর ওহ ইংল্যান্ডের সঙ্গে একটি মিল থাকা দারুণ ব্যাপার (হাসি)… এটা ভালো। আশা করি, তৃতীয় ম্যাচটিও আমাদের ভালো যাবে এবং ৩-০ করতে পারব।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে লিটন বাহিনী মাঠে নামবে ১১ জুলাই। বাজেভাবে সিরিজ হারলেও লিটনরা নিশ্চয়ই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে চাইবেন না।