এবার তালেবান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু

তালেবান পাকিস্তানের যুদ্ধ শুরু ।

এবার পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরুর ঘোষণা করল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান তালেবান সোমবার একতরফা ভাবে সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি বাতিল করে এই যুদ্ধ ঘোষণা করল। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশ-সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করেছে তালেবান। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-তালেবানের (টিটিপি) মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এখন তালেবান বলেছে যে, তারা এই যুদ্ধবিরতি শেষ করছে। তালেবান তাদের যোদ্ধাদের এখনই পাকিস্তানে হামলা শুরু করতে বলেছে।

তালেবানের অভিযোগ, পাকিস্তানের ইমরান খান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সম্মান রক্ষা করেনি তারা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবারই ইমরান খান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেয় তালেবান।

দেশটির সংবাদপত্র ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে টিটিপি ও পাকিস্তান সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। আফগান তালেবান পাকিস্তান সরকার এবং টিটিপির মধ্যে মধ্যস্থতা করতে সম্মত হয়েছিল এবং উভয় পক্ষেই তাদের সেই ভূমিকা মেনে নিয়েছিল।

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র থেকে প্রণোদনার সুযোগ নিয়ে পাচারের টাকাই আসছে, খতিয়ে দেখার তাগিদ সিপিডির

গত ২৫ অক্টোবর পাকিস্তান সরকার এবং টিটিপি ৬ দফা পর একটি চুক্তিতে পৌঁছায়। এছাড়া প্রায় দুই সপ্তাহ আগে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত অঞ্চলে উভয় পক্ষের মুখোমুখি আলোচনাও হয়। সেখানে উভয় পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনাও হয়েছিল।

তবে, টিটিপি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে বিভিন্ন উপজাতীয় এলাকাতে তাদের পূর্বতন শরিয়াহ আইন বাস্তবায়নের শর্ত রেখেছিল। তবে সেসব শরিয়াহ আইন নিয়ে ইমরান সরকারকে একমত করতে পারেনি টিটিপি।

এরপরই টিটিপি নেতা মুফতি নূর ওয়ালি মেহসুদ ইমরান খানের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন। শুধু তাই নয়, তিনি তার যোদ্ধাদের এখনই পাকিস্তানে আক্রমণ শুরু করতে বলেছেন। টিটিপির এই ঘোষণার পর ফের একবার পাকিস্তানের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version