ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের জেরে কয়েক দিন ধরেই উত্তাল ফুটবল–বিশ্বভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ

ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি সোচ্চার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ভিনিসিয়ুসের সমর্থনে প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিবিএফ। শুরু থেকেই তারা তরুণ ফরোয়ার্ডের পাশে পূর্ণ সমর্থন দিয়ে আসছে। আফ্রিকান দুটি দেশের সঙ্গে, মূলত গায়ের রঙের কারণে আক্রমণের শিকার হওয়াতেই দেশ দুটিকে বেছে নিয়েছে ব্রাজিল।আগামী জুনেই ম্যাচ দুটি হবে বলে জানিয়েছেন সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের জেরে কয়েক দিন ধরেই উত্তাল ফুটবল–বিশ্ব।

এর আগে নতুন সভাপতি রদ্রিগেজের অধীনে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগান নিয়ে আরও প্রসারিত করতে চায় তারা। রদ্রিগেজ চান বর্ণবাদসংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও শক্তিশালী হয়ে আসে এবং স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণের কারণে ব্রাজিলিয়ান আদালত যেন আরও কঠোর শাস্তি দেন।

গতকাল শুক্রবার নেইমারদের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে বার্সেলোনায় প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। তিন দিন পর দ্বিতীয় ম্যাচ সাদিও মানের সেনেগালের বিপক্ষে তারা খেলবে পর্তুগালের লিসবনে সেলেসাওরা। সিবিএফ বলে ম্যাচ দুটি নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়ুসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কি না, তা–ও নিশ্চিত হয়েছে তারা। সেই উদ্যোগে নিজের সমর্থন প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়তে পারেন১১ বছর পরে বার্সা ছেড়ে যাওয়ার ঘোষণা জর্দি আলবার

এর আগে মার্চে এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেছিলেন, ‘ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় । নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন রদ্রিগেজ। তিনি নিজ দেশের আদালতের কাছে আবেদন করেছেন, বর্ণবাদী আচরণে কঠোর শাস্তি প্রয়োগের জন্য।

কাতার বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত কোনো কোচ নিয়োগ দিতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ব্রাজিল।মেনেজেসের অধীনেই তাই ম্যাচ দুটি খেলবে তারা। মেনেজেস বর্তমানে আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দলকে পরিচালনা করছেন।জাতীয় দলের ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে বয়সভিত্তিক দল থেকে মেনেজেস ছুটি নেবেন বলেও জানা গেছে। আগামীকাল (রোববার) আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *