ভবিষ্যৎ প্রজন্মকে যেন বর্ণবাদের কালো থাবার শিকার হতে না হয়, সেজন্য লড়াইয়ে আরও ভুগতে প্রস্তুত রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।
মাঠ থেকেই শুরু হয় তাৎক্ষনিক প্রতিবাদ। পরবর্তীতে ভিনির পাশে দাঁড়ান অনেকেই। একই পথে হাঁটলো রিও দে জেনেইরোর ‘ক্রাইস্ট দা রিডিমার’ও।
এই লড়াই চালিয়ে যাবেন ভিনি। ছাড়বেন না হাল, ‘গত কয়েক মাসে ব্রাজিল বিশ্বের অন্যান্য জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা ও সমর্থনের যে স্রোত দেখেছি, তাতে আমি মুগ্ধ। আমি একদম পরিষ্কারভাবে জানি যে, কে কেমন। আমার প্রতি ভরসা রাখুন, কারণ ভালোদের সংখ্যাই বেশি এবং লড়াইয়ে আমি হাল ছাড়ব না
“গত কয়েক মাসে ব্রাজিল বিশ্বের অন্যান্য জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা ও সমর্থনের যে স্রোত দেখেছি, তাতে আমি মুগ্ধ। আমি একদম পরিষ্কারভাবে জানি যে, কে কেমন। আমার প্রতি ভরসা রাখুন, কারণ ভালোদের সংখ্যাই বেশি এবং লড়াইয়ে আমি হাল ছাড়ব না।”
“আমার জীবনে একটি লক্ষ্য আছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেন এরকম অবস্থার মধ্যে না যেতে হয়, সেজন্য লড়াইয়ে আমাকে আরও অনেক ভুগতে হলেও আমি তৈরি ও প্রস্তুত।”
বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস ভুগলেও পরবর্তী প্রজন্মকে ভুগতে দেবেন না। এজন্য যা করার প্রয়োজন সব কিছু করবেন বলে জানান ২২ বছর বয়সী এই তরুণ। তিনি বলেন, ‘আমার জীবনে একটি লক্ষ্য আছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেন এরকম অবস্থার মধ্যে না যেতে হয়, সেজন্য লড়াইয়ে আমাকে আরও অনেক ভুগতে হলেও আমি তৈরি ও প্রস্তুত।