আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বি ৪ টা পর্যন্ত। আর কিছুক্ষনের মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুর সিটি করপোরেশ নগরপিতা।

আজ সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশ প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ করা গিয়েসে । গাজীপুর সিটি করপোরেশ সব গুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং কাউন্ট মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেয়া হয়েছে। কিছু কেন্দ্রে আঙুলের ছাপ না মেলার কারণে ভোট গ্রহণে দেরি হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার কাজ।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খান সকালে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন । এদিকে আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি। অন্যদিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন কে সঙ্গে নিয়ে ভোট দিতে যান।
আরও পড়ুন: গাসিক নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি বেশি ।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সকল মেয়রপ্রার্থীরাসহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন ।

এবার এই গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে ৪৮০টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩৪৯৭ টি। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, এবং নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটারসংখ্যা ১৮ জন।গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ ,পোলিং অফিসার ৬৯৯৪ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *