আজ আপনাদের জন্য আপনাদের পছন্দের একটি ফুল নিয়ে আসছি। যা নিয়ে আপনারা আপনার ফোন বা ল্যাপটপ এর ওয়ালপেপার তৈরী করে রাখতে পারবেন। আমি আজ গোলাপ ফুল এর কথা তুলে ধরবো এবং ফুল সুন্দর সুন্দর ফুল গুঁলো ফ্রি ডাউনলোড করার ব্যবস্থা করে দিবো। গোলাপ ফুলের ছবি, ওয়ালপেপার, পিকচার ফ্রি ডাউনলোড করুন আমাদের এই পোস্ট থেকে। পোলাপ ফুল সকল ফুলের চেয়ে সুন্দর। গোলাপ ফুল কয়েক প্রকারের হয়ে থাকে। প্রতিটি রঙের নিজস্ব পৃথক পৃথক একটি অর্থও রয়েছে। গোলাপ ফুল এর প্রতিটি রং মন কেড়ে নেয়। লাল গোলাপ সবথেকে সুন্দর দেখায়। একটি লাল গোলাপ ভালবাসার প্রতীক বহন করে থাকে।
গোলাপ ফুলের প্রকার ভেদ
আমরা জানি গোলাপ ফুল অনেক গুলো প্রকারের হয়ে থাকে। গোলাপ নামটি ল্যাটিন রোসা থেকে এসেছে, যা সম্ভবত ওসকান থেকে নেওয়া হয়েছিল, গ্রীক (আইলিক-ক্র্যাডন) থেকে নেওয়া হয়েছিল, যা নিজেই পুরানো ফারসি শব্দ (ওড়্দি) থেকে ধার করা হয়েছিল, যা আভেস্টান ওয়ারিয়া, সোগদিয়ান ওয়ার্ড, পার্থিয়ান ওয়ারের সাথে সম্পর্কিত। গোলাপ দেখতে যেমনি সুন্দর তেমনি সুগন্ধিও বটে। গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুস্কর। পৃথিবীতে অনেক দেশে এই ফুল চাষ করা হয়। এই ফুল চাষ করে অনেক অর্থ উপার্জন করা যায়। আমরা মূলত কয়েক প্রকার গোলাপ চিনে থাকি,যা আমরা সব সময় দেখে থাকি। গোলাপ এর বিভিন্ন প্রকার হয়। যেমন -সাদা গোলাপ,হলুদ গোলাপ,লাল গোলাপ,কালো গোলাপ,গোলাপি গোলাপ,ল্যাভেন্ডার গোলাপ,কমলা গোলাপ, ইত্যাদি ইত্যাদি
সাদা গোলাপ ফুল
আরো পড়ুন : পাসপোর্ট সাইজ ছবি বানানোর নিয়ম
সাদা গোলাপ দেখতে একদম সা রঙের হয়ে থাকে। যা সবার পছন্দের একটি রং,এই গোলাপ দেখতে অনেকটা মাঝারি আকারের হয়ে থাকে। সাদা গোলাপের অর্থ হচ্ছে শুদ্ধ হৃদয়। প্রথম দেখায় কাউকে ভালোলেগে থাকলে আমরা সাদা গোলাপ দিয়ে তার সাথে মত বিনিময় করতে পারি।
লাল গোলাপ ফুল
আরো পড়ুন : পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০টি ফুল
আমরা জানি লাল গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক ,যা দিয়ে আমরা ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে থাকি। প্রাচীনকাল থেকে ভালোবাসা প্রকাশ করতে লাল গোলাপই বেশি ব্যবহার হয়।লাল গোলাপ বিভিন্ন অনুষ্ঠানে সাজসজ্জার কাজে ব্যবহার করতেও ব্যবহার করা হয়। বিয়ের বাসর থেকে শুরু করে বিয়ের গাড়ি ও লাল গোলাপে রাঙ্গিয়ে তোলা হয়। যা দেখতে অনেক সুন্দর লাগে ও সৌরভ ছড়ায়।
কালো গোলাপ ফুল
আমরা জানি কালো কিছু মানে শোকাহত কে বুঝায়। তাই কালো গোলাপ শোকের প্রতীক কে বুঝায়। কালো গোলাপ দেখতে অনেক সুন্দর হয়। আকারে একটু ছোট হয়ে থাকে। এই গোলাপ মৃত্যু বার্ষিকীতে বেশি ব্যবহার করে থাকে। মাঝে মাঝে মেয়েরা মাথায় কালো রঙের গোলাপ দিয়ে ঘুরে বেড়ায়। তাতে অনেক সুন্দর লাগে।
গোলাপি গোলাপ ফুল
আরো পড়ুন : শুভ সকাল Good Morning বাংলা এসএমএস
গোলাপি গোলাপকে বলা হয়ে থাকে সৌন্দর্য এবং আভিজাত্যের প্রতীক। কোনো ব্যক্তিকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাইলে বা শ্রদ্ধা জানাতে একগুচ্ছ গোলাপি গোলাপ দিতে পারেন। তাতে ওই বেক্তিটি আপনার প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করবে ,তাই আপনারা এই ফুল প্রশংসায় ভাসিয়ে দিতে ব্যবহার করতে পারেন।
হলুদ গোলাপ ফুল
এই ফুল বন্ধুর মাঝে ব্যবহার করা হয়ে থাকে। চেনা বন্ধুত্ব সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার জন্য একগুচ্ছ হলুদ গোলাপই যথেষ্ট। আবার কখনো কখনো আনন্দের প্রতীক হিসেবেও ব্যবহার হয় হলুদ গোলাপ। আপনারা বেশি আনন্দ প্রকাশ করতে এই ফুল ব্যবহার করতে পারেন।
এই পোস্টি থেকে আপনি আপনার পছন্দের গোলাপ ফুলের ছবি ডাউনলোড করে নিতে পারবেন। একদম ফ্রিতে ডাউনলোড করতে আমাদের এই সাইট থেকে ডাউনলো করতে পারবেন। আপনার চলার পথে যদি বিশেষ কোন গোলাপ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার হাতে থাকা ফোন দিয়ে ছবি তুলে রেখে দিবেন। এই ছবি তোলার মাধ্যমে চমৎকার স্মৃতিকে ধরে রাখুন। গোলাপ ফুলের প্রতিটি মুহুর্তই অতুলনীয় এবং স্মরণীয়।
আরো পড়ুন : সুস্বাদু চেরি ফল খাওয়ার উপকারিতা
গোলাপ ফুলের অসাধারণ একটি ভিডিও যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে। আপনাদের মন ভালো করার জন্য এই ভিডিওটি তৈরী করে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি পুরাটাই দেখুন ,অনেক মজা পাবেন।
আমরা কিছু গোলাপের ছবি সংগ্রহ করে এখানে দিলাম। প্রয়োজনে এগুলো ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রিতেই।
আরো পড়ুন : জীবনে সফল হওয়ার উপায়
আমাদের সাইট থেকে আপনারা সকল প্রকারের ফুল সংগ্রহ করতে পারবেন। আমরা পৃথিবীর সুন্দর সুন্দর ফুলার ছবি নিয়ে কাজ করে থাকি ,তাই আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।