আমরা প্রায় চলার পথে নানান সমস্যার সম্মুখিন হয়ে থাকি । কিন্তু বিপদ থেকে মুক্তির জন্য  কুরআনে অনেক  দোয়া ও আমলের বর্ণনা রয়েছে। আমাদের উপকারে সব সময় কাজে লাগে। নবি-রাসুল থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে বাঁচার জন্য কার্যকরী  দোয়া –

বিপদ থেকে মুক্তির প্রথম দোয়া-

সুরা আল-ফাতেহা

বিপদ থেকে বাঁচার ১০ কার্যকরী দোয়া
উচ্চারণ : আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন। আর রহমা-নির রহীম। মা-লিকি ইয়াওমিদ্দীন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন। ইহদিনাসসিরা-তাল মুছতাকীম। সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম। ইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। (আমিন )

অনুবাদ- শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। বিচার দিনের একমাত্র অধিপতি। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। ( আমিন )

আরো পড়ুন: বিয়ে পড়ানোর সুন্নতি পদ্ধতি

বিপদে পড়লে আমরা যে দোয়া গুলো পড়বো:

  • উচ্চারণ : আল্লাহু  আল্লাহু রাব্বি  লা উশরিকু বিহি শাইআ।
  • অর্থ : ‘আল্লাহ! আল্লাহ! আমার রব! তাঁর সঙ্গে আমি কাউকে শরিক করি না।’
  • উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।
  • অর্থ : আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী।

প্রিয়নবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা ও কষ্টের সময় উত্তীর্ণ হতে তাঁর উম্মতকে এ দোয়া পড়ার জন্য আহব্বান করেছেন-

  • উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল; নেমাল মাওলা ওয়া নেমান নাছির।’
  • অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্যই যথেষ্ট , তিনি কতই না উত্তম কাজ কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।’
  • উচ্চারণ : লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।
  • অর্থ : ‘আল্লাহর সাহায্য ব্যতিত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই।’ এ দোয়াটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরিক্ষীত দোয়াও এটি।
  • উচ্চারণ : আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।
  • অর্থ : ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’

হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদগ্রস্তের সময় যে দোয়াগুলো পড়তে বলেছেন –

  • উচ্চারণ : আল্লাহুম্মা রাহমাতাকা আরঝু ফালা তাকিলনি ইলা নাফসি  ত্বারফাতা আইন ওয়া আসলিহলি শানি কুল্লুহু লা ইলাহা ইল্লাহ আনতা।
  • অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার দয়া কামনা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাত ছেড়ে দিও না। বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও। তুমি ব্যতীত কোনো মা’বুদ নাই।
  • উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম  লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আ রশিল কারিম।
  • অর্থ : ‘আল্লাহ্ ব্যতিত সত্য কোনো মাবুদ নেই, তিনি অতি মহান, অতি সহনশীল। আল্লাহ ব্যতিত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতিত  কোনো মাবুদ নেই, তিনি আসমান-জমিন এবং মহান উচ্চ আরশের মালিক।
  • উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল।’ (তিরমিজি)
  • অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।’ ((বুখারি, মুসলিম, তিরমিজি ও মিশকাত)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন-

  • উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া  ক্বাইয়ূ মু বিরাহমাতিকা আস্তাগিছ।
  • অর্থ : হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী , আপনার রহমতের মাধ্যমে আমি আপনার নিকটে সাহায্য চাই।

আরো পড়ুন: ১১টি রোগের মহৌষধ চিরতা – অজানা তথ্য

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বলেছেন যে সব সময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। সমস্যা ও বিপদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *