এই গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica এবং ইংরেজিতে এই ফুলকে ‘Golden Trumpet বা ‘Yellow Bell’ নামে ডাকা হয়। এটির আদিভূমি আমেরিকা মহাদেশের একটি পরিচিত দেশ ব্রাজিলে। এই ফুলের নাম নিয়ে রয়েছে মতভেদ তাইতো একই ফুলের ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ফুলটি দেখতে অনেকটা মাইকের মতো লাগে। বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন ফুলটিকে অনেক নাম চিনে থাকে। অনেকেই বলে মাইক ফুল ,ঘন্টা ফুল ,কলকি ফুল এবং অনেক জায়গায় এটিকে কলকে ফুল বলেও চিনে থাকে। কিন্তু বিশ্ব কবি রবীন্দ্রনাত বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ফুলের নাম দিয়েছেন তিনি। কবিগুরু এই ফুলটির নাম দিয়েছিলেন অলকানন্দা। এই ফুলটির যেমন অনেকগুলো নামের হয়ে থাকে, তেমনি এই ফুল কয়েক প্রকারের দেখা মিলেছে।

ফুলটির বিবরণ

আমাদের দেশে শীত কাল আসলে প্রকিতির অপরূপ সুন্দর গাছপালা গুলোর পাতা ঝরে পরে যায়। সেই রূপ ফিরে পেতে বসন্তের শেষ পযন্ত অপেক্ষা করতে হয় আমাদের। তার পর থেকে শুরু হয়ে যায় গাছগাছালির নতুন সাজ সজ্জা। সে সময় চারদিকে তাকালে যেন অপরূপ এর সোন্দর্যের মাঝে ডুবে আছি। আর সেই সময় দেখা মাইল অলকানন্দা ফুলের। অলকানন্দ ফুল দেখতে অনেকটা মাইক এর মতো হয়ে থাকে ,৫টি পাপড়ি দ্বারা মোড়ানো এই ফুল। বেশির ভাগ ফুল হলুদ হয়ে থাকলেও কিছু ফুল হালকা বেগুনি রঙের ও দেখা যায়।

অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা এক প্রকার Allamanda গণভুক্ত ও ‘Apocynaceae’ পরিবারভুক্ত গাছের ফুল। এই অলকানন্দা ফুল দেখতে যেমনটা সুন্দর ,তেমনি ঔষধি কাজেও ব্যবহার হয়ে থাকে এই ফুল। এলামন্ডার বা অলকানন্দার ভেষজ গুণাগুণ রয়েছে।এই ফুল গাছ টিপে করে চাষ করা যায়। বাড়ির উঠানে ও এই গাছ লাগানো যায়। এই ফুল গাছের ডাল কাটিং করেও এর বংশ বিস্তার করা যায়। ম্যালেরিয়া সহ অনেক রোগের চিকিৎসায় ফুলটি ব্যবহৃত হয়ে থাকে। হলুদ রঙ্গের ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে। রোদেড় সময় ফুলটি ভালোভাবে ফুটে থাকে। যেখানে পানি জমে না ওই সমস্ত জায়গায় এই ফুলের গাছ হয়ে থাকে। এর গাছ ২০ ফিট পযন্ত লম্বা হয়।

অলকনন্দা ফুলের প্রকারভেদ

আমাদের দেশে বিভিন্ন প্রকার ফুল ফুটে থাকে। ফুলগুলু ফুটলে আরো অনেক সুন্দর লাগে আমাদের এই প্রিয় জন্মভূমিকে। বিভিন্ন রঙ্গে সাজে আমাদের এই দেশ বাংলাদেশ। তেমনি অলকনন্দা এমন একটি ফুল যার রয়েছে ভিন্ন ভিন্ন রং। মূলত আমরা দুটি রঙের কথা বলতে পারি তার মাঝে একটি হলো হলুদ,উন্নটি হলো বেগুনি রঙ্গের।

  • হলুদ অলকানন্দা
  • বেগুনী অলকানন্দা
  • ছোট অলকানন্দা
  • বুনো অলকানন্দা (যদিও বুনো না)

পরিচর্যা

দোঁআশ মাটিই এ ফুলের পক্ষে সবচেয়ে ভাল। চারা রোপণে আগে মাটিতে ভালোভাবে সার মিশিয়ে নিতে হবে। রোপনের ২০ -২৫ দিনের মাথায় আবার গাছের গোড়ায় ভালোভাবে সার দিয়ে সেচ এর ব্যবস্তা করতে হবে। নিয়মিত সেচ দিলে গাছের চেহারা ভালো থাকে এবং ফুলের রং ঠিক থাকে। এই ফুলে এক প্রকার ভাইরাসের আক্রমণ দেখা যায়। এ গাছ মোজাইক রোগে আক্রান হলে গাছের পাতা হলদে হয়ে যায় ,এবং গাছ বেঁটে হয়ে যায়। ক্রমে ক্রমে আক্রান্ত পাতা ও ডাঁটা কুঞ্চিত হয়ে বিকৃত হয়ে থাকে। আক্রান্ত গাছে ফুল হয়না।

আরো পড়ুন : ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এই ভাইরাসটি আক্রমন করলে সেটা থেকে ভালো হওয়ার আশা খুবই কম থাকে। তাই এই প্রকার ভাইরাসের দেখা দিলে ওই গাছটিকে জমি থাকে তুলে ফেলতে হবে। সাথে সাথে গাছটিকে পুড়িয়ে ফেলতে হবে। নয়তো অন্য কেনো গ্যাসে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। জাবপোকা, থ্রিপস, জসিড ইত্যাদি পোকা দ্বারা রোগের বিস্তার হয়ে থাকে। তবে কীটনাশক ব্যবহারের ফলে ওই সব পোকা দমন করা যায়। সবুজ মাছি, কাটুই পোকা, শুয়াপোকা, জাবপোকা, থ্রিপস, উঁই, লাল মাকড়সা ইত্যদি কীটশত্রুর দ্বারা আক্রান্ত হয়। জাবপোকা, থ্রিপস, লাল মাকড়সা দমণের জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন।

অলকানন্দা ফুল

অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা এক প্রকার Allamanda গণভুক্ত ও ‘Apocynaceae’ পরিবারভুক্ত গাছের ফুল। আমরা এখন ওই সব ফুল গুঁড়োর শটে পরিচিত হয়। নিম্নে ফুল গুলোর চিত্র তুলে ধরা হলো।

১। হলুদ অলকানন্দা

অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী , মাইক ফুল।

অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী , মাইক ফুল।
Common Name : Allamanda Yellow, Yellow Allamanda,  Angel’s Trumpet, Common Trumpetvine, Buttercup Flower,Allamanda, Golden Trumpet, Golden Trumpet Vine, Yellow Bell
Scientific Name : Allamanda cathartica

হলুদ অলকানন্দা

এই ফুলটি দেখতে অনেকটা মাইক বা ঘঁটির মতো লাগে। এর রং একদম হলুদ বর্ণের হয়ে থাকে। ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে।

আরো পড়ুন : পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ

২। বেগুনী অলকানন্দা

ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। এই ফুলটি রঙ বেগুনি বর্ণের হয়ে থাকে। যা অল্প সময়ের মাঝে মানুষের দৃষ্টি কেড়ে নিতে পারে। অপরূপ বাংলাকে আরো সুন্দর করার জন্য এই ফুলটি সাহায্য করে থাকে। আপনারা চাইলেই বাড়ির ইঠানে এই ফুল গাছটি লাগাতে পারেন ,তাতে আপনার বাসার সৌন্দর্য আরো বেড়ে যাবে। অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, মাইক ফুল।Allamanda blanchetii
Common Name : Allamanda, Violet Allamanda,Purple Allamanda.
Scientific Name : Allamanda blanchetii / Allamanda violacea

ফুল কেনা ভালোবাসে ,ফুল হলো ভালোবাসার প্রতীক। বাংলোর খোলা বারান্দায় বসে প্রকৃতির দিকে চোখ রাখতেই অলকানন্দা নজরে চলে আসে। খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। ঘন সবুজ গাছের উপর হলুদময় সুগভীর শোভা। তবে ফুলগুলো গন্ধহীন।

৩। ছোট অলকানন্দা

Allamanda cathartica

Common Name : Allamanda, Yellow allamanda, Yellow bell, Buttercup flowers,Golden trumpet, Common trumpetvine, Angel’s trumpet, Buttercup flower.
Scientific Name : Allamanda cathartica.

৪। বুনো অলকানন্দা

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে,
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনোPentalinon luteum

Common Name : Wild Allamanda, Wild Wist, Yellow Mandevilla, Yellow Dipladenia, Hammock Viper’s Tail, Licebush.
Scientific Name : Pentalinon luteum

আমাদের পোস্ট সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আমাদের ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করে থাকি। আপনারা সহজোগিতা করলে আমরা আপনাদের জন্য ভালো কিছু এনে দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *