৭,৬১,৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেছেন । বৃহস্পতিবার (১ জুন) সংসদে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এবার তার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল “উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে“।
যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১ জুন) তাঁর অফিসে এ সম্মতি দেন তিনি। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুমিন,ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে বেশকিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) এবং শুল্ক বাড়ানোর সুপারিশ করেছেন।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে এসব পণ্যের দাম বাড়তে পারে

  • মুঠোফোন

  • গ্যাস সিলিন্ডার

  • সিগারেট

  • তরল নিকোটিন

  • গাড়ি

  • বিদেশি সাবান ও ফেসওয়াশ

  • বাসমতি চাল

  • কাজুবাদাম

  • বাইসাইকেল

  • আঠা

  • সিমেন্ট

  • সাধারণ ইট

  • সফটওয়্যার

  • বিদেশি লিফট

  • বিদেশি স্যান্ডউইচ প্যানেল

  • কলম

  • থালাবাসন

  • খেজুর

  • চশমা ও রোদচশমা

  • টিসু্য

  • ফল

আরো পড়ুন : ধূমপান ও তামাকের ভয়াল নেশা থেকে দূরে থাকুন:শেখ হাসিনা

যেসব পণ্যের দাম কমতে পারে

জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়ায় বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পোশাক ও ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির দাম কমতে পারে। যেমন–

  • কীটনাশক

  • স্প্রেয়ার মেশিন

  • হাতে তৈরি বিস্কুট ও কেক

  • মাংস

  • এলইডি বাল্ব ও সুইচ-সকেট

  • ই-কমার্সের ডেলিভারি চার্জ

  • অপটিক্যাল ফাইবার

  • উড়োজাহাজ ইজারা

  • মিষ্টি

  • ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ

  • পশুখাদ্য

  • কনটেইনার

  • ব্লেন্ডার

  • জুসার ও

আরো পড়ুন : চলছে সংসদের বাজেট অধিবেশন জাতীয়

প্রেশার কুকারের মতো গৃহস্থালি সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছর (২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত) বহাল থাকবে। একই সুবিধা পাবে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন উৎপাদনকারী কারখানা।রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনে এখনকার ৫ শতাংশের অধিক ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ এক বছর বাড়বে।তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পণ্য উৎপাদনে অব্যাহতি সুবিধা তিন বছর (২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত) বাড়ানো হয়েছে। স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতেও ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছর থাকবে। সাবান ও শ্যাম্পুর দুটি কাঁচামালে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি সুবিধা এক বছর বহাল রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *