সারা দেশ জুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রংপুরের ৮ উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ৪ লাখ ৮৯ হাজার ৭৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৮টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার ২৯৫ জন এবং সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১ লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের জন্য সুপারভাইজার,স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করা সহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রংপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

রংপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

রংপুর জেলা সিভিল সার্জন ও রংপুর সিটি করপোরেশন আয়োজিত বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির জানান যে আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আপনাদের নিকট তম স্কুল ,হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এদিন ১২থেকে ৫৯ মাস বয়সের শিশুকে একটি করে লাল রঙের এবং ৬-১১মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো পড়ুন :  আবহাওয়ার পরিবর্তনে শিশুকে সুস্থ রাখার ৭টি উপায়

আগামীকাল রোববার সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ দিন সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে। এইদিন আট উপজেলার ১ হাজার ৮৩১টি কেন্দ্রে ৭৬২ জন সুপারভাইজার ও ৩ হাজার ৭৮৫ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৫৫ হাজার ৩৮৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৯০৭ শিশু এই ক্যাপসুল খাবে। এদের মধ্যে ৯২০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। রংপুর সদর হাসপাতালে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন ছাড়াও অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্যানেল মেয়র তৌহিদুর রহমান জানান, রোববার মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন কার্যক্রম সফল করতে দায়িত্ব পালন করবেন। এই দিন ৬-১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। খালি পেটে খেলে বমির ভাব হতে পারে। জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এ ছাড়া ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। আর অসুস্থ শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

আরো পড়ুন : রংপুরে সমস্ত শিশু বিশেষজ্ঞ ডাঃ এর তালিকা

সম্মেলনে উপস্থিত রংপুর সিটিরকরপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায় ও ওয়ার্ডের কাউন্সিলর লিটন পারভেজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা -কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *