তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ঐতিহাসিক নির্বাচনে দুই দশকের বেশি ক্ষমতাকে প্রলম্বিত করেছেন । আজ আবার নতুন ৫ বছর মেয়াদে জন্য তার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা।আর আবার শপথ গ্রহণ এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন তুরস্কের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রেসিডেন্ট। একই সঙ্গে নতুন মন্ত্রীপরিষদের নাম ঘোষণা করার কথা আছে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার পরিচালনা করাই নতুন মন্ত্রীপরিষদের কাজ হবে।সেখানে এরই মধ্যে সংকটে পড়ে মুদ্রাস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে। ধস নেমেছে তুরস্কের স্থানীয় মুদ্রা লিরা’র।

 

প্রেসিডেন্ট এরদোগানের শপথ আজ

তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট এরদোগান আগামী ৩ জুন শপথ গ্রহণ করবেন

একদিকে এরদোগান যেমন মুসলিম বিশ্বের কাছে জনপ্রিয়,অন্যদিকে তেমনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান পশ্চিমাদের সঙ্গে বোধগম্য কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজন করা হয়েছে বিলাসবহুল অনুষ্ঠান। দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট থাকলেও রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজন করা হয়েছে বিলাসবহুল অনুষ্ঠান । সেখানে যোগ দেবেন বিশ্বের নামকরা কয়েক ডজন নেতারা।

আরও পড়ুন:পর পর ৩ বার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান

এরপর পার্লামেন্টে তার নতুন মেয়াদের অভিষেক হবে।
দেশে মারাত্মক অর্থনৈতিক সংকট এবং ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৫০ হাজার মানুষ নিহত হওয়ার পর তা নিয়ে কড়া সমালোচনার পরও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান জনপ্রিয়তা ধরে রেখেছেন। গত ২৮ শে মে দ্বিতীয় দফার ভোটে শক্তিধর বিরোধী জোটের প্রার্থীর বিরুদ্ধে বিজয় অর্জন করেন এরদোগান। প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান নির্বাচনে শতকরা ৫২.২ ভাগ ভোট পেয়েছেন।কেমাল কিলিচদারোগলু প্রতিদ্বন্দ্বী পেয়েছেন শতকরা ৪৭.৮ ভোট।

এরদোগানের নতুন মেয়াদের অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কমপক্ষে ৭৮ জন সদস্য যোগ দিবে বলছেন আঙ্করা থেকে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিদ। তারমধ্যে রয়েছেন কয়েক ডজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।এটা এক ঐতিহাসিক মুহূর্ত।প্রেসিডেন্ট হিসেবে এরদোগান শুধু তার দৃষ্টিভঙ্গিই ঘোষণা করবেন তা নয়। একই সঙ্গে তার মন্ত্রীপরিষদের নাম ঘোষণা করবেন রিসেপ তায়্যিপ এরদোগান। দেশটিতে শতকরা ৪৩.৭ ভাগ মুদ্রাস্ফীতির হার। এর মধ্যে দেশের অর্থনৈতিক সংকট হবে এরদোগানের শীর্ষ অগ্রাধিকার।
নির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল থেকে। সেখানে যোগ দিয়েছেন তুরস্কের বার বার নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। তার জোট ৬০০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু ন্যাটোর মিত্ররা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে সুইডেনের বিষয়ে।

এরদোগানের শপথ

সুইডেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নিরাপত্তা জোট ন্যাটোতে যোগ দিতে চান। তাতে আপত্তি রয়েছে আঙ্কারার। তাই সবাই তাকিয়ে এখন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগাননের দিকে। তিনি সুইডেনের বিষয়ে সবুজ সংকেত দেন কিনা। ন্যাটোর সামিট আছে জুলাইয়ে মাসে। সবাই তার কাছে আশা করছে এর আগেই রিসেপ তায়্যিপ এরদোগাননের সবুজ সংকেত দেবেন। কিন্তু তিনি নিজেই এক্ষেত্রে গড়িমসি করছেন। তার দেশে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নেতাকর্মীদের ঠাঁই দিয়েছে সুইডেন। ফলে তিনি নিষিদ্ধ এই গোষ্ঠীকে আশ্রয় দেয়ার কারণে সুইডেনের সদস্যপদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

আরো পড়ুনতীব্র লোডশেডিংয়ের আশঙ্কা’ ‘আজ থেকে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র

ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গের যোগ দেয়ার কথা এরদোগানের শপথ অনুষ্ঠানে। কিন্তু তাতেও প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের মন গলবে কিনা তা বলা যাচ্ছে না। তবে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্টর্ম টুইটারে বলেছেন- এই প্রক্রিয়া নিয়ে তুরস্ক এবং হাঙ্গেরির বিষয়ে ওসলোতে ন্যাটোর মিটিং থেকে একটি পরিষ্কার বার্তা পাওয়া গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, সুইডেন আমাদের বন্ধু। তাদের প্রতি একটি ক্রিস্টাল পরিষ্কার বার্তা।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল মঙ্গলবার ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯.৪৪ শতাংশ ভোট গণনা করে দেখা যায় এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র থেকে প্রণোদনার সুযোগ নিয়ে পাচারের টাকাই আসছে, খতিয়ে দেখার তাগিদ সিপিডির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *