চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং দুই দিনের সফরে ঢাকায় এসেছেন । পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সভায় অংশ নিতে এক‌টি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং। ভাইস মিনিস্টারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে ওয়েইডং।

সান ওয়েইডং দুই দিনের সফরে ঢাকায়
ওয়েইডং দুই দিনের সফরে ঢাকায়

গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাত ১১টা ২৫ মিনিটে ভাইস মিনিস্টার ওয়েইডং ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তাকে স্বাগত জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনু‌বিভাগের মহাপরিচালক তৌ‌ফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করেন।

আজ শনিবার (২৭ মে) কর্মসূচি অনুযায়ী, বাংলাদেশ ও চীনের মধ্যে হতে যাওয়া এফওসি বৈঠকে অংশ নেবেন চীনের ভাইস মিনিস্টার। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং এর ।

আরো পড়ুন: পর্যটক বাড়াতে কৃত্রিম চাঁদ তৈরি করছে দুবাই

এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর যাবেন ওয়েইডং।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *